আইন, বিচার ও সংবিধান নিয়ে সংবাদ-প্রতিবেদন করার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, ‘আইন, বিচার, সংবিধান নিয়ে রিপোর্ট করা জটিল এবং কঠিন। এসব বিষয়ে সংবাদ-প্রতিবেদন তৈরির আগে তথ্য যাচাইয়ে সাংবাদিকদের আরও মনোযোগী ও সতর্ক হতে হবে।’
গতকাল সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক প্রকাশনা ‘জাগরণ’-এর মোড়ক উন্মোচন করে তিনি এ কথা বলেন। সুপ্রিম কোর্টের খবর সংগ্রহকারী নিয়মিত সংবাদকর্মীদের সংগঠন এসআরএফ। ২১ জুন প্রথম বার্ষিক সাধারণ সভার পর সংগঠনটির কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। তখন জাগরণ নামে একটি বার্ষিক প্রকাশনা বের করা হয়, যার মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি। সৈয়দ রেফাত আহমেদ আরও বলেন, ‘বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত প্রায় এক বছরে দেশের সংবাদমাধ্যমগুলোতে বিচার বিভাগ নিয়ে যত খবর-প্রতিবেদন প্রচার-প্রকাশ হয়েছে, সেসব খবর-প্রতিবেদনে বস্তুনিষ্ঠতার কোনো ঘাটতি বা বিচ্যুতি আমার চোখে পড়েনি। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রকাশিত খবর-প্রতিবেদন আরও সমৃদ্ধ হতে পারত। সেজন্য সংবাদকর্মীদের আরও সচেষ্ট থাকতে হবে।’