জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করেন, নিজেদের কাজ সুষ্ঠুভাবে করেন তাহলে আমি মনে করি না- তাদের ভয়ের কোনো কারণ আছে। তবে সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে। গতকাল ঢাকা কাস্টমস হাউস কার্র্যালয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এর আগে বিআর চালান, ব্যাগেজ রুলস ও ডিটেনশন ম্যামো নামে তিন সফটওয়্যারের উদ্বোধন এবং বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন করেন তিনি। আস্থার সংকট নিরসনে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করেন, নিজেদের কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করেন তাহলে আমি মনে করি না, তাদের ভয়ের কোনো কারণ আছে।
কেউ কেউ বড় আকারের সীমা লঙ্ঘন করেছেন। সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় না, কারও ভয়ের কোনো কারণ আছে। এনবিআর চেয়ারম্যান জানান, গত ২০২৪-২৫ অর্থবছরে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।