১৯৯৫ সাল থেকে শুরু। সে ধারা এখনো অব্যাহত রেখেছে অস্ট্রেলিয়া। রিচি রিচার্ডসনের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে স্যার ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি নিজেদের কাছে এনেছিল মার্ক টেইলরের অসি দল। এর পর থেকে টানা ৩০ বছর ধরে ক্যারিবীয়দের বিপক্ষে এ টেস্ট সিরিজ জয়ের ধারা অব্যাহত রেখেছে অস্ট্রেলিয়া। রবিবার রাতে চলমান এ সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে হারিয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে কামিন্সের দল। প্রথম টেস্টেও ১৫৯ রানে জিতেছিল অসিরা। ফলে তিন ম্যাচের টেস্টে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। গত ৩০ বছরে ১৪ সিরিজের মধ্যে ১২টিই জয় পেয়েছে অসিরা। বাকি দুই সিরিজ ড্র হয়। গ্রানাডা টেস্টের প্রথম ইনিংসে অসিদের ২৮৬ রানের পর ২৪৩ রানে থেমে যায় ক্যারিবীয়রাও। কামিন্সরা দ্বিতীয় ইনিংসে ২৫৩ রান করলে ২৭৭ রানের টার্গেট পায় ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনে ২৭৮ রানের লক্ষ্যে ১৪৩ রানেই শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।