বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র ও দেশের জনগণের মালিকানা ফেরাতে দ্রুত নির্বাচন চায় বিএনপি। গতকাল দুপুরে লন্ডন থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আমীর খসরু মাহমুদ বলেন, নির্বাচন ছাড়া গণতান্ত্রিক, রাজনৈতিক এবং জনগণের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার আর কোনো পথ নেই। এ বিষয়ে তাঁরা (সরকারপ্রধান ও বিএনপিপ্রধান) সবাই ঐকমত্য পোষণ করেছেন। তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক পথেই এগিয়ে যাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে জনগণের যে ত্যাগ, সে পথেই দেশ অগ্রসর হবে। তিনি বলেন, দেশের মানুষ ২০ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং নতুন প্রজন্মও ভোট দিতেই পারেনি। তাই তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণ চায়। এটিই ছিল আন্দোলনের মূল প্রত্যাশা। প্রধান উপদেষ্টার মতো বিএনপিও রোজার আগে বিচার ও সংস্কারের অগ্রগতি চায় কি না? জবাবে তিনি বলেন, সংস্কারের বিষয়টি ঐকমত্যের ওপর নির্ভরশীল। এ বিষয়ে ড. ইউনূস, তারেক রহমান এবং বিএনপির সব নেতা আগেই বলেছেন। বিচার প্রক্রিয়া প্রসঙ্গে আমীর খসরু বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া এবং বিচার বিভাগের ওপর নির্ভর করে। বিচার বিভাগ বিচার করবে এবং বিচারের আওতায় আনারও বিষয় আছে। যারা বিচারের আওতায় আসবে, তার জন্য আরও প্রায় ছয় মাস সময় আছে। আর যারা এর মধ্যে আসবে না, তাদের জন্য তো আগামী সরকার আছে। তিনি আরও বলেন, আগামী সরকারের সময়ও অনেককে বিচারের আওতায় আনতে হতে পারে। তাই এটি একটি চলমান প্রক্রিয়া এবং বিচার করবে বিচার বিভাগ। এগুলো কোনো সমস্যা নয়। ‘জামায়াত ও এনসিপির অভিযোগ, একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকার বিশেষ সম্পর্ক করছে’-বিএনপি বিষয়টি কীভাবে দেখছে? জবাবে তিনি বলেন, আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে এখানে সবার মতামত নেওয়ার সুযোগ আছে। সুতরাং সবাই তার মতামত দিতে পারে। আর এটাই আমাদের গণতন্ত্রের বড় পাওয়া। সবাই নিজের মতামত দেবে। এর মধ্যে আমাদেরও এগিয়ে যেতে হবে। বিএনপি এতদিন ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও এখন কেন ফেব্রুয়ারিতে গেল? জবাবে তিনি বলেন, নির্বাচনের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত অনেক সময়। এতটুকু সময়ও লাগার কোনো কারণ নেই। বিএনপি আগে ডিসেম্বরের মধ্যেই এসব সমস্যার সমাধান করে নির্বাচনের কথা বলেছে। সুতরাং ফেব্রুয়ারি আরও দীর্ঘ সময়। তবে যদি ফেব্রুয়ারির মধ্যেও নির্বাচন হয়, তাতেও কোনো সমস্যা নেই।
শিরোনাম
- ঐতিহাসিক জুলাই ঘোষণা গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে : মির্জা ফখরুল
- ইনানী সৈকতে থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
- বাংলাদেশ দূতাবাসের আয়োজনে প্যারিসে 'জুলাই বিয়ন্ড বর্ডার' প্রদর্শনী
- ইনানী সৈকতে পড়েছিল অজ্ঞাত যুবকের মরদেহ
- রাজধানীতে বাসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
- ভারতের উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি ও বন্যায় নিখোঁজ ৫০
- প্লাস্টিক দূষণ রোধে জেনেভায় নতুন করে আলোচনা শুরু
- ১০ দিনে প্রাথমিক নিবন্ধন করলেন ২৫ হজযাত্রী
- সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক
- জাপানে একদিনেই সর্বোচ্চ তাপমাত্রার দুই রেকর্ড
- বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলার সূচি
- ৬৮ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা
- ইয়ামালের সঙ্গে প্রেমের গুঞ্জনে আর্জেন্টাইন র্যাপার
- মাইলস্টোনে শুরু হয়েছে পাঠদান
- পুঁজিবাজারে বহুজাতিক কোম্পানির মুনাফায় ১৭% পতন
- ভাষাবিদ ড. আব্দুস সাত্তার সিদ্দিকীর জীবন ও কর্ম
- জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি প্রতিক্রিয়া জানাবে আজ
- আজ দেশব্যাপী বিজয় র্যালি করবে বিএনপি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৬ আগস্ট)
- সাতসকালে নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে নিহত ৭