কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে সংযত থাকার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স পেহেলগামে হামলার নিন্দা জানিয়েছেন এবং ভারতকে আঞ্চলিক সংঘাত এড়াতে সতর্ক করেছেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভান্স বলেন, আমরা আশা করি, ভারত এই সন্ত্রাসী হামলার জবাব এমনভাবে দেবে, যাতে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সৃষ্টি না হয়। তবে ভান্স পাহেলগাঁও কাণ্ডের জন্য পাকিস্তানকে দায়ী করেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গেই তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, দুই নেতাকেই আমি দীর্ঘ দিন ধরে চিনি। আপনারা জানেন, আমি ভারতের খুব কাছের। আমি পাকিস্তানেরও খুব কাছের।