গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সরকারকে উদ্দেশ করে বলেছেন, ষড়যন্ত্রের কথা বলে সবকিছু জায়েজ করে দিয়েন না। এখানে প্রশাসন আছে, রাষ্ট্রীয় ব্যবস্থা আছে, যার লোকবল আছে, এর মধ্যে অনেক দোসর বড় বড় পদে ছিল তারা এখনো বহাল তবিয়তে আছে। আর কেন আছে তার জবাবও আপনাদের দিতে হবে। গতকাল সন্ধ্যায় বরিশাল নগরীর সদর রোডে কীর্তনখোলা মিলনায়তনে গণসংহতি আন্দোলন জেলা শাখার আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডসহ অন্যরা।
জোনায়েদ সাকি বলেন, নারীর ওপর যখন নিপীড়ন হয়, কোনো মাজারে হামলা হয় কিংবা কোনো ব্যক্তির ওপর মব আক্রমণ হয় তখন মানুষ উত্তেজিত তো হবেই। এটা কি অভ্যুত্থানের চেতনা, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা? অভ্যুত্থান বলেছে প্রত্যেকের স্বাধীনতা নিশ্চিত করা হবে, প্রত্যেক ধর্ম-গোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে।