জাতীয় ঐকমত্য কমিশনের (এনসিসি) কাছে মতামত জমা দিয়েছে সাতটি রাজনৈতিক দল। অন্যদিকে ১৬টি রাজনৈতিক দল তাদের মতামত দিতে সময় চেয়েছে। গতকাল জাতীয় ঐকমত্য কমিশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
এনসিসি জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনে উল্লিখিত সুপারিশগুলোর ওপর ৩৭টি রাজনৈতিক দলের মতামত চেয়ে কমিশন চিঠি দেয়। গতকাল পর্যন্ত ৩৭টি রাজনৈতিক দলের মধ্যে সাতটি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পাওয়া গেছে। ১৬টি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামতের জন্য অতিরিক্ত কয়েক দিন সময় দেওয়ার জন্য অনুরোধ করেছে।
এ প্রসঙ্গে এনসিসির সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা আশা করছি ঈদের আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুপারিশগুলো নিয়ে আলোচনা শুরু করতে পারব। নির্ধারিত সময়ের মধ্যে সাতটি রাজনৈতিক দল তাদের মতামত কমিশনের কাছে জমা দিয়েছে। যে ১৪টি দল মতামত জমা দেননি বা সময় চাননি তাদের সঙ্গে কমিশন আবারও যোগাযোগ করছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। বিগত ১৫ ফেব্রুয়ারি কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত নিতে ১৩ মার্চের মধ্যে পাঠানোর অনুরোধ জানিয়ে গত ৬ মার্চ সুপারিশগুলো স্প্রেডশিট আকারে ৩৭টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়।