বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ‘সারা দেশে নারী সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার’ প্রতিবাদে এই নাগরিক সমাবেশের আয়োজন করে ‘গণতন্ত্র ফোরাম’। আয়োজক সংগঠনের সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও কৃষক দলের আবদুল্লাহ আল নাইমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের জাহাঙ্গীর আলম, কাদের সিদ্দিকী, মমিনুর রহমান সুজন, গণতন্ত্র ফোরামের ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ। জয়নুল আবদিন ফারুক বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরপেক্ষ নির্বাচন অতি প্রয়োজনীয়। তিনি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান।