এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ‘ডাক্তার’ লিখতে পারবে না, এমন দাবি তুলে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাঁদের পাঁচ দফার দাবিতে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরাও। দাবি আদায়ে আজ (সোমবার) একাডেমিক শাটডাউন এবং কাল হাই কোর্টের উদ্দেশে লংমার্চের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল ‘সাধারণ মেডিকেল শিক্ষার্থী’র ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এদিকে চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছেন রোগীরা। শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- এমবিবিএস/বিডিএস ছাড়া কেউ ‘ডাক্তার’ লিখতে পারবে না। বিএমডিসির নিবন্ধন কেবল এমবিবিএস/বিডিএস উত্তীর্ণদের দেওয়া, ম্যাটসদের নিবন্ধন দেওয়া বন্ধ করা এবং বিএমডিসির আইনের বিরুদ্ধে করা রিট মামলা ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। চিকিৎসাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওটিসি (ওভার দ্য কাউন্টার) তালিকা হালনাগাদ করতে হবে। এমবিবিএস/বিডিএস ছাড়া আর কেউ ওটিসি তালিকার বাইরে ওষুধ লিখতে পারবে না। স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসনে দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ, চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করতে হবে। সব ধরনের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং মানহীন সরকারি ও বেসরকারি কলেজ বন্ধ করে দিতে হবে। এরই মধ্যে পাস করা ম্যাটস শিক্ষার্থীদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদবি বাতিল করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
নিজস্ব প্রতিবেদক, খুলনা- জানান, পাঁচ দফা দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন। গতকাল সকাল ৮টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েন রোগীরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ) সভাপতি ডা. আরাফাত হোসেন বলেন, দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে।
রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গতকাল দুপুরে ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন করেন। ফলে ওই সময় থেকে হাসপাতালের ওয়ার্ডগুলোতে চিকিৎসাসেবা দেননি তাঁরা।
হাসপাতালের ইন্টার্ন প্রতিনিধি ডা. আব্দুল্লাহ বলেন, ‘আমাদের দাবিগুলোর বিষয়ে অনেকবার জানানো হয়েছে, কিন্তু কাজ হয়নি।’ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, ইন্টার্নরা কর্মবিরতিতে যাওয়ায় রোগীদের সেবায় ব্যাঘাত ঘটবে, এটা স্বাভাবিক। তবে সিনিয়র চিকিৎসকরা আপাতত সেটি চালিয়ে নিতে বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন।
চট্টগ্রাম : কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল সকাল ৮টা থেকে ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের আহ্বানে এ কর্মসূচি শুরু করেন তাঁরা। কাউন্সিলের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ ফেব্রুয়ারি ৯০তম বারের মতো হাই কোর্ট রায় পেছানোর মাধ্যমে স্বাস্থ্য খাতকে নাট্যমঞ্চের রঙ্গশালায় পরিণত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ চত্বরে গতকাল দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও কমিউনিটিবেজড মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, পাঁচ দফা দাবিতে দেশের বেশ কিছু মেডিকেল কলেজে কয়েক দিন ধরে আন্দোলন চলছে। কিন্তু কর্তৃপক্ষ নির্বিকার রয়েছে।
গাজীপুর : গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। কলেজের ইন্টার্ন ডা. নাজমুস সাকিব যোবায়ের, শেষ বর্ষের ছাত্র মাহাদী হাসান, পঞ্চম বর্ষের ছাত্রী মারজিয়া বিনতে বারী প্রমুখ বক্তব্য দেন।