ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে এলিমেন্টারি কোর্সে বাংলা ভাষা শিখছেন চীনা ছাত্র ইয়ে ইয়ং জো। ভাষা শিখতে এসে বাংলা ভাষা ও বাংলাদেশের খাবারের প্রতি মুগ্ধ তিনি। গতকাল এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশ প্রতিদিনকে নিজের অভিজ্ঞতার কথা জানান এ চীনা ছাত্র।
ইয়ে ইয়ং জো বলেন, ‘বাংলা ভাষা খুব মিষ্টি। আমি প্রথম প্রথম কথা বলতে পারতাম না। তবে এখন আগের চেয়ে ভালোভাবে কথা বলতে পারি। যদিও আমার বাংলা লেখায় অনেক ভুল থাকে তবে আশা করছি ধীরে ধীরে সে ভুলগুলোও কমবে। ভালোভাবে বাংলা শিখতে পারলে আমি বেশি এ দেশের ইতিহাস ও সাহিত্যের বই পড়ব, এ সুন্দর দেশকে আরও ভালোভাবে আবিষ্কার করব।’ তিনি বলেন, ‘বাংলাদেশে থাকতে আমার খুব ভালো লাগছে। এখানের প্রকৃতি ও আবহাওয়া আমার ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে এ দেশের খাবার। খাবারগুলো আমার জন্য একটু নতুন। সব ধরনের খাবারের মধ্যে নাশতার খাবারগুলো আমার বেশি প্রিয়। আর বিরিয়ানিও খুব সুস্বাদু খাবার। আমি দেখেছি বাংলাদেশের মানুষ খুব চা পছন্দ করে। তারা একসঙ্গে চা খেতে আর গল্প করতে পছন্দ করে। বিষয়টি আমার খুব ভালো লাগে। আমি চীনে এমনটা দেখি না। বাংলাদেশের খাবার খাওয়া এবং এ দেশের বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া আমার পছন্দের।’ বাংলাদেশিরা বন্ধুবৎসল উল্লেখ করে তিনি বলেন, ‘আমি দেখেছি আড্ডা দিতে বাংলাদেশিরা ভালোবাসেন। তাঁরা খুব বন্ধুবৎসল। এ ছাড়া তাঁরা খুবই অতিথিপরায়ণ। এখন পর্যন্ত যাদের সঙ্গেই মিশেছি সবাই খুব আন্তরিক। তাঁরা নিজ থেকেই এসে আমার সঙ্গে কথা বলেন, মিশতে চান। আমি তাঁদের কাছ থেকে আপন অনুভূতি পাই। আমি আমার চীনের বন্ধুবান্ধবদের বাংলাদেশ ভ্রমণের এবং এ দেশ জানার জন্য উদ্বুদ্ধ করতে চাই।’