এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, জাতীয় নির্বাচনের বিষয়টা এ মুহূর্তে নির্বাচন কমিশনের হাতে নেই। তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই প্রধান উপদেষ্টার গত ১৬ ডিসেম্বরের বক্তব্য থেকে। তিনি বলেছেন সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সে পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে আগামী ডিসেম্বর, আর যদি সংস্কার কার্যক্রম আরেকটু বাড়াতে বা করতে দেওয়া হয়, তাহলে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এ উইন্ডোটা ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। গতকাল সকাল ৯টায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বিগত সময়ে ১৮ থেকে ২৪ লাখ মৃত মানুষ ভুয়া ভোটার তালিকায় ছিল। সে ক্ষেত্রে এসব মৃত মানুষ ভোটার তালিকা থেকে বাদ যাবে।