অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গত ছয় মাসে বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে পরিকল্পিত গুজব ছড়ানো হয়েছে। গত বৃহস্পতিবার রাতও ছিল তেমনি ডালপালা বিস্তৃত এক ভয়াবহ গুজবের রাত। সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে একযোগে গুজব ছড়ানো হয়। ফেসবুকে নামে বেনামে বিভিন্ন পেজ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয়। রাত যত বাড়তে থাকে গুজবের উৎস ততই দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে থাকে। জানা গেছে, ঢাকা থেকে ছড়ানো গুজব বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন অ্যাক্টিভিস্টদের তৎপরতায় ভাইরাল হয়ে যায়। গুজবে দাবি করা হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের হাত থেকে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে। সরকারের উপদেষ্টারা পালিয়ে গেছেন। বিশেষ করে পতিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা এসব গুজব ছড়ায় বলে অভিযোগ রয়েছে। অনেক পাঠক সংবাদপত্র অফিসে ফোন করে গুজবের সত্যতা জানতে চান। এদিকে গুজব নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডে মেটা’র প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে এবং আইন উপদেষ্টা তাঁর ফেসবুক পেজে গুজব নিয়ে প্রতিক্রিয়া জানান।
দেশের বিপুলসংখ্যক ফেসবুক ব্যবহারকারী বৃহস্পতিবার রাতভর গুজবের চর্চা করেই কাটিয়েছেন। তাদের অনেকেই লাইক, কমেন্ট ও শেয়ার করে গুজব ছড়ানোয় ব্যস্ত ছিলেন। জনৈক আবদুল্লাহ আল জোবায়ের লিখেছেন, ‘লাইলাতুল গুজব দেখে ঘুমটাও ভালো হয়েছে। সকালটাও খুব সুন্দর, ঘুম থেকে উঠুন...।’ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম লিখেছেন, ‘ব্যাংকক সার্জিস চলে গেছে। কুমিল্লায় হাসনাত। আসিফ দুবাই।’ রূপম রাজ্জাক লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা বিদেশ সফরে গেলেই এরা গুজব ছড়ায়। এবারের গুজবের শিরোনাম ‘পালিয়ে সুইজারল্যান্ডে গিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ইউনুস। এদের এত কারেন্ট আসে কোত্থেকে?’ সাব্বির আহমেদ লিখেছেন, ‘তাইলে শেষ পর্যন্ত কে কোথায় পালালো? ময়ুখ রঞ্জনের সবশেষ তথ্য কী বলছে? বিস্তারিত কেউ বলতে পারবেন?’ মো. শাওন মাহমুদ লিখেছেন, ‘কী দিন আইলো, এরা ঘুমের ঘোরেও সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহকে দেখে!’ ওয়াসিম ফারুক লিখেছেন, ‘সারা রাত্র পিটাইছে সাপ, সকালে দেখে দড়ি! বীর সাহাবি লিখেছেন, ‘বহুদিন পর একটি লাইলাতুল গুজবের রাত পেলাম। তা-ও আবার মহান বৃহস্পতিবার রাত।’
গুজবের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার : বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ ধনী ব্যক্তি এবং রাজনীতিবিদরা তার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের লাখ লাখ ডলারের সম্পদ লুট করেছে। এখন এই ব্যক্তিরা তাদের সম্পদ ব্যবহার করে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়াচ্ছে।’ নিক ক্লেগ বলেন, বিশ্বের অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ হিসেবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। তাই ফেসবুক বাংলাদেশে তথ্য যাচাই এবং ডিজিটাল যাচাই কার্যক্রম চালিয়ে যাবে। তিনি আরও বলেন, ফেসবুক বাংলাদেশে তাদের ডিজিটাল যাচাই কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করছে।
কান দেবেন না : ড. আসিফ নজরুল : এদিকে গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি লিখেছেন, ‘পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, কান দেবেন না। আমরা সবাই ভালো আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।’ গতকাল বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আসিফ নজরুল এ কথা বলেন।