বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তাহের (লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রয়াত নেতা) ও তার ছেলেরা ছিল ভয়ংকর। তাদের শাসনও ছিল ভয়ংকর। সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা যা ইচ্ছা তাই করত। এই যে ফ্যাসিবাদের সিস্টেম সেটি এখন বিলুপ্ত হয়ে গেছে। বাংলাদেশের মাটিতে যেন এ ফ্যাসিবাদ আর না আসে সে শপথ ও অঙ্গীকার নিয়ে আমরা মাঠে নেমেছি। গতকাল দুপুরে লক্ষ্মীপুর সদর থানা তন্তুবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।
তন্তুবায় সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, জেলা সমবায় কর্মকর্তা আশরাফ উদ্দিন রুমি, তন্তুবায় সমিতির সদস্য শামছুল করিম খোকন, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্সের সভাপতি এম আর মাসুদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ।