রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে গতকাল পাঠ্যবই থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদ কর্মসূচিতে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ডিবিসির সাংবাদিকসহ ২৭ জন আহত হয়েছেন।
গতকাল এনসিটিবি ভবনের সামনে কর্মসূচি দিয়েছিল ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ নামে একটি সংগঠন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’। একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কথাকাটাকাটি, হাতাহাতি শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ নিজেদের ওপর হামলার অভিযোগ তুলেছেন। আদিবাসীদের অভিযোগ প্রতিপক্ষের হামলায় তাদের ১১ জন আহত হয়েছেন। স্টুডেন্টস ফর সভারেন্টির নেতারা জানিয়েছেন আদিবাসীরা তাদের ওপর হামলা করে ১৬ জনকে আহত করেছে। ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, আদিবাসী ছাত্র-জনতার এক সাংবাদিকসহ ৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতরা হলেন, ধনজেতরা, অন্তত ধামাই, ফুটন্ত চাকমা, ইসাবা শুহরাত, রেংইয়ং ম্র, রূপাইয়া স্রেষ্টা তনচঙ্গা, ডোনায়ই ম্রো ও শৈলী। আহতদের মধ্যে ডিবিসির সাংবাদিক জুয়েল মারাক রয়েছেন। পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ রাখার অভিযোগ এনে এনসিটিবির পরিমার্জন কমিটিতে থাকা রাখাল রাহার অপসারণের দাবি ছিল ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র। জানা যায়, গতকাল সকালে পাঠ্যবই থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা। পরে তারা রোকেয়া হল হয়ে কলাভবন ও মধুর ক্যান্টিন প্রদক্ষিণ করে এনসিটিবি ভবন ঘেরাওয়ের উদ্দেশে রওনা দেয়। অন্যদিকে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র সদস্যরা বেলা ১২টার দিকে মতিঝিলে পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান নেয়। ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ সেখানে পৌঁছালে তৈরি হয় উত্তেজনা। দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকলে পুলিশ মাঝখানে অবস্থান নেয়। তারপরও দুই পক্ষের মধ্যে এক দফা হাতাহাতি হয়। পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সংক্ষুব্ধ আদিবাসীরা জানায়, ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র অবস্থান থেকে একটি দল লাঠিসোঁটা নিয়ে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর চড়াও হয়েছে। অন্যদিকে স্টুডেন্টস ফর সভারেন্টির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক জিয়া বলেন, স্টুডেন্টস ফর সভারেন্টির ওপর হামলা করা হয়েছে। এতে ১৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে আরিফুল খবির, শওকত, আব্বাস, রাজন হোসেন, ওয়াফী, মনোয়ারসহ অন্যরা রয়েছেন।