বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালকে আর দেখা যাবে না লাল সবুজ জার্সিতে। গতকাল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পথচলা অনেক দিন ধরেই থেমে ছিল। এবার তা পুরোপুরিই থামিয়ে দিলেন। আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে দলে পেতে বুধবার সিলেটে তাঁর সঙ্গে দুই দফায় বৈঠক করে নির্বাচক কমিটি। পরে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানান, সিদ্ধান্ত জানাতে সময় নিয়েছেন অভিজ্ঞ এ ওপেনার। এর পরই গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুকে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের বার্তা দেন তামিম ইকবাল। স্পষ্টভাবে তামিম জানিয়ে দেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম।
এখন যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।’ দীর্ঘদিন দলের বাইরে থাকায় বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও তিনি নেই। সমাজমাধ্যমে সে বিষয়টিও উল্লেখ করেছেন তামিম। তবে তামিমকে জাতীয় দলে ফেরাতে বিসিবির নির্বাচকরা এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তও চেষ্টা চালিয়েছেন। সে বিষয়টিও তামিম উল্লেখ করেছেন, ‘অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনো উপযুক্ত মনে করার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি।’ দেশের সফলতম এ ওপেনারের ক্যারিয়ার তিন সংস্করণ মিলিয়ে ৩৯১ ম্যাচ আর ১৫ হাজার ২৪৯ রান নিয়ে শেষ হলো। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি দ্বিতীয় সফলতম। ১৫ হাজার ৩০০ রান নিয়ে সবার ওপরে মুশফিকুর রহিম।