গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আমাদের যে সংস্কার পরিকল্পনা আছে সেটুকু এগিয়ে নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। গতকাল ঢাকার উত্তরায় বৌদ্ধ মহাবিহার চত্বরে বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চল আয়োজিত ‘বাংলাদেশ বৌদ্ধ সর্বজনীন মহাশ্মশানের ভিত্তি স্থাপন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, মূলধারার বাইরে থাকা মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই বাংলাদেশের কোনো মানুষ, কোনো নাগরিক যেন আর মনে না করেন যে, তিনি বঞ্চিত। কারণ বাংলাদেশ সবার ও বহুমাত্রিক দেশ। আমরা চাই সব ধর্মের মানুষ, সমস্ত ভাষাগত ও নৃগোষ্ঠী মানুষ যেন একত্রিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে পারেন। উপদেষ্টা বলেন, জুলাইয়ের ৩৬ দিন, যেভাবে সমস্ত ধর্মের তরুণ-যুবকরা অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়েছেন, বাংলাদেশকে নিয়ে তাঁরা যে স্বপ্ন দেখেছিলেন, সেটার কিছদূর বাস্তবায়নের দায়িত্ব আমরা পেয়েছি। তা পালনের চেষ্টা করছি। এক্ষেত্রে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করছি, যেসব কাজ বাকি আছে, দীর্ঘদিন ধরে পড়ে আছে সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিকল্পনা অনুযায়ী আমরা যে কাজগুলো করার চেষ্টা করেছি এবং যে কাজগুলো বাস্তবায়নের চেষ্টা করেছি, তার মধ্যে এটা অন্যতম। বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সভাপতি দীপাল চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন, শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা ওইয়ারাকোদ্দি, নরওয়ের রাষ্ট্রদূত হাকন অ্যারাল্ড গুলব্রানসেন ও রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকারসহ বৌদ্ধ সমিতির নেতারা।