বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গতকাল সচিবালয়ের সামনে লাঠিপেটা করেছে পুলিশ। গতকাল বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করতে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ট্রাস্টি বোর্ডের দুর্নীতিবাজ চেয়ারম্যান নজরুল ইসলামের ইন্ধনেই তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠিপেটা করেছে পুলিশ। এদিকে, শিক্ষার্থীদের ওপর হামলা প্রসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করছিল। তারা ভিতরে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ তাদের বাধা দিয়েছে। পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যায়।
তথ্যমতে, গতকাল প্রাইম এশিয়ার অর্ধ শতাধিক শিক্ষার্থীদের একটি গ্রুপ দুপুরে সচিবালয়ের উদ্দেশে রওনা করে। শাহবাগে তাদের আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ। তবে শিক্ষার্থীরা শাহবাগ পেরিয়ে শিক্ষাভবনের সামনে দিয়ে সচিবালয়ের সামনে গেলে পুলিশ তাদের ফের আটকে দেয়। কিন্তু বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা সচিবালয়ের ভিতরে প্রবেশের চেষ্টা করলে তাদের ওপর চড়াও হয় পুলিশ, করা হয় লাঠি-চার্জ ও টিয়ারশেল নিক্ষেপ। এ সময় কয়েক শিক্ষার্থীকে পুলিশকে উদ্দেশ করে ঢিল ছুড়তে দেখা গেছে। পরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের লাঠিপেটায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরতরা। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মুখপাত্র মুহতাছিম ফুয়াদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি দিতে সচিবালয়ের উদ্দেশে রওনা করি আমরা। সচিবালয়ের সামনে গেলে পুলিশ শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়েছে। তার অভিযোগ, ট্রাস্টি বোর্ডের দুর্নীতিবাজ চেয়ারম্যান নজরুল ইসলামের ইন্ধনেই তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে তাদের অনেকে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ফুয়াদ আরও জানান, শিক্ষা উপদেষ্টাকে তারা স্মারকলিপি দিয়েছেন। উপদেষ্টা দাবি শুনে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
আন্দোলনরত ছাত্ররা জানান, ২০০৩ সালে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নজরুল ইসলামসহ অন্যদের দুর্নীতির কারণে দীর্ঘ দুই দশকেও নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। ক্লাসরুম সংকটের কারণে এক বছর ধরে বেশ কিছু ডিপার্টমেন্টের সব ধরনের ল্যাব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। দুর্নীতিবাজ ট্রাস্টি বোর্ডের পদত্যাগ দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গত ১৭ দিন ধরে টানা আন্দোলন করে যাচ্ছেন বলেও জানান তিনি।
এদিকে, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিল্লাল হোসেন এ প্রতিবেদককে বলেন, শিক্ষার্থীদের দাবি আদায়ের কর্মসূচিতে লাঠিচার্জ করে অনেক শিক্ষার্থীকে আহত করেছে পুলিশ। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবি আমলে না নেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।