পারিবারিক ও প্রেমের গল্পের নাটক ‘আপনজন’ আসছে ইউটিউবে। ‘মাই সাউন্ড’ নামের ইউটিউব চ্যানেলে ১ ঘণ্টার একক নাটকটি প্রচার হবে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)।
রানা ইব্রাহিমের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনেতা নিপুণ আহমেদ, রাবিনা রাফিন, জ্যোতি ইসলাম; এছাড়া মায়ের চরিত্রে দেখা যাবে মিলি বাশারকে।
রানা ইব্রাহিম বলেন, এই নাটক দেখে দর্শকরা ‘নিরাশ হবে না’। তিনি জানান, “যে সব দর্শক বলেন যে নাটক থেকে গল্প হারিয়ে যাচ্ছে, আমি তাদের বলব আপনারা ‘আপনজন’ নাটকটা দেখে নিরাশ হবেন না।” ‘আপনজন’ বানাতে গিয়ে অভিনয় শিল্পী এবং টিমের অন্যান্যদের দারুণ সহযোগিতা মিলেছে বলেও জানিয়েছেন এই পরিচালক।
নাটকে নীরব নামের চরিত্র করেছেন নিপুণ; যিনি দুর্ঘটনায় হারিয়েছেন তার দুইটি পা। নাটকের গল্প এবং চরিত্রের সঙ্গে দর্শকরা নিজেদের সংযোগ তৈরি করতে পারবেন বলে মনে করেন নিপুণ।
তিনি বলেন, “আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এমন একটা গল্পে কাজ করার যেখানে শুধুমাত্র নাটকের মুল পাত্র-পাত্রী নয়, গল্পের প্রতিটি চরিত্র যেন হয় গুরুত্বপূর্ণ। এই গল্পে একটি পরিবারের প্রতিটি চরিত্রের নিজস্ব জার্নি আছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার চরিত্র ফুটিয়ে তোলার জন্য। আশা করি নাটকটা দেখে দর্শক হতাশ হবেন না।”
অভিনেত্রী রাফিন বলেন, “আশা করি নাটকটি দর্শকদের পছন্দ হবে। আমাকে এত সুন্দর একটা গল্পের অংশীদার করার জন্য ধন্যবাদ পরিচালককে। ‘আপনজন’ দেখার জন্য সবার প্রতি আহ্বান জানাই।”
এখন পর্যন্ত যে কয়টি কাজ করেছেন সেগুলোর মধ্যে ‘আপনজন’কে এগিয়ে রাখতে চান অভিনেত্রী জ্যোতি ইসলাম। তিনি বলেন, “নিপুণ আহমেদের সাথে এটা আমার প্রথম কাজ, আশা করি দর্শকের কাছে আমাদের রসায়ন ভালো লাগবে। দর্শকের উৎসাহে আমরা ভালো ভালো নাটক করতে চাই।”
নাটকের গল্পের প্রশংসা এসেছে মিলি বাশারের কাছ থেকেও। তিনি বলেন, “এখনকার বেশিরভাগ কাজ নায়ক-নায়িকা নির্ভর। সেদিক থেকে ‘আপনজন’ ব্যতিক্রমী নাটক। গল্পের প্রতিটি চরিত্র নিজ নিজ জায়গায় অনবদ্য। আমার চরিত্র নিয়ে বলতে গেলে বলব এটা একটা চ্যালেঞ্জিং চরিত্র, অনেকগুলো স্তর খুঁজে পাওয়া যায়। কখনো সে মমতাময়ী মা, আবার প্রয়োজনে তাকে কঠোর হতেও দেখা যাবে।” সহশিল্পীদের কাজের প্রশংসা করে এ ধরনের পারিবারিক গল্প নিয়ে আরো বেশি কাজ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এখনকার সময়ের ব্যস্ত এই অভিনেত্রী।
নাটকে ফাতেমা হীরা ও সিদ্দিক মাস্টারসহ আরও অনেকে অভিনয় করেছেন। ঢাকার উত্তরাসহ বিভিন্ন জায়গায় গেল মাসে শুটিং হয়েছে নাটকটির। এর পর সম্পাদনার কাজ শেষে এখন প্রচারের অপেক্ষায় আছে ‘আপনজন’ নাটকটি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ