বলিউড অভিনেত্রী সারা আলী খান বলেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কিছু মন্তব্য করলে, তা সহ্যের বাইরে চলে যায়। বুলিংয়ের সঙ্গে লড়াই করতে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে মেডিটেশন। মেডিটেশনের মাধ্যমে আমি বুঝতে পারি কোনটি আসল, কোনটি আসল নয়। বুলিং আমার জন্য কখনো সমস্যা ছিল না, সমস্যা ছিল আমার আবেগ। আমি ভাবতাম যে মানুষটা কি ঠিক কথাই বলছে। এখন আমি আর এসব ভাবি না। ‘আমিই সেরা’-এ ভাবনা যেমন মাথা থেকে বের করে দিয়েছি, তেমনি ‘আমিই সবচেয়ে বাজে’-এ চিন্তাভাবনাও বের করে দিয়েছি। আমি যখন যেটা করি, তখন সেটাতেই শুধু ফোকাস করি- বললেন সারা।