শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ সিলভারের প্রলেপ লাগিয়ে অভিনব কায়দায় পাচারের সময় কোটি টাকা মূল্যের সোনা জব্দ করেছে। এ সময় মোহাম্মদ মোকসুদ আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মোকসুদ সোমবার সকালে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, বিমানবন্দরের গ্রীন চ্যানেল ব্যবহার করে বের হওয়ার চেষ্টা করেন মোকসুদ। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আটক করে লাগেজ তল্লাশি করে কাস্টমস। এ সময় মোবাইলের অ্যাডাপ্টারের ভেতর ও এয়ারপডে সিলভারের প্রলেপ দেওয়া বিশেষ কায়দায় রাখা সোনার পিণ্ড জব্দ করা হয়। পরে বিশেষজ্ঞ দিয়ে ৯১০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ টাকা। পরে তা জব্দ করে মোকসুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল