বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করতে পেরে আনন্দিত ইধিকা পাল। দর্শকদের প্রতি ভালোবাসারও কমতি নেই এই নায়িকার। আবার দর্শকদের ভালোবাসাও উপভোগ করছেন তিনি। তবে শাকিবকে ধন্যবাদ জানাতে ভুলে যাননি ইধিকা। বাংলাদেশের দর্শকদের ব্যাপক প্রশংসা পাচ্ছেন টলিউডের চিত্রনায়িকা ইধিকা। ঈদে মুক্তি পেয়েছে শাকিব-ইধিকা জুটির দ্বিতীয় সিনেমা ‘বরবাদ’। এই জুটির প্রথম সিনেমা ‘প্রিয়তমা’। প্রিয়তমা সিনেমার পর দর্শকরা এ জুটিকে ভালোবেসেছেন এবং তারা প্রত্যাশা বাড়িয়েছেন।
ইধিকা পাল একটি সাক্ষাৎকারে বলেন, প্রিয়তমার পর আমার মনে হয় কোথাও গিয়ে দর্শকের এক্সপেকটেশন অনেকটা বেড়ে গেছে। বরবাদে কাজ করার আগে আমাকে এটা মাথায় রাখতে হয়েছে, দর্শকের এক্সপেকটেশন লেভেলটা আমাকে ছুঁতে হবে বা তার থেকে বেটার পারফর্ম করতে হবে। ইধিকার ভাষায়, যদি প্রিয়তমা সিনেমাটা না করতে পারতাম তাহলে বাংলাদেশের মানুষ আমাকে চিনতেই পারত না।