ছোটবেলা থেকে নাচ, গান, অভিনয়- সবই করেছেন নুসরাত ইমরোজ তিশা। তবে পরের দিকে অভিনয়েই বেশি মনোযোগী হয়েছেন। দীর্ঘ বিরতির পর তাঁর বাংলাদেশ টেলিভিশনে ফেরা হচ্ছে এবারের ঈদে। শুধু তাই নয়, প্রথমবার বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় দেখা যাবে তিশাকে, এ অনুষ্ঠানেই তিনটি গানের মেলোডিতে পারফর্ম করবেন তিনি। এ নাচের জন্য তিন দিন ধরে মহড়ায় অংশ নিয়েছেন তিনি। তিশা জানান, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবির ‘বাহির বলে দূরে থাকুক’, ‘অস্তিত্ব’ ছবির ‘আমি বাংলার হিরো’ ও চট্টগ্রামের লোকগান ‘মধু হই হই বিষ খাওয়াইলা’-এ তিনটি গানের মেলোডিতে পারফর্ম করেছেন তিনি। ঈদের বিশেষ ‘আনন্দমেলা’ উপস্থাপনা করবেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও চিত্রনায়ক মামনুন ইমন। তিশা ছাড়াও নাচের পরিবেশনায় আরও থাকবেন সাদিয়া ইসলাম মৌ ও শবনম বুবলী। একটি গানে পাওয়া যাবে কিংবদন্তি রুনা লায়লাকে।