উপস্থাপক, নির্মাতা ও অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ দুই দশক পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ফিরেছেন। রমজান উপলক্ষে ‘ইফতারের রসুইঘর’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে তাঁকে আবারও বিটিভিতে দেখা যাচ্ছে। নতুন এ অনুষ্ঠান প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, ‘আমি বেছে উপস্থাপনা করি। শৈশবে বিটিভিতেই প্রথম উপস্থাপনা করেছি। এ চ্যালেনটির সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। বিভিন্ন বেসরকারি চ্যানেলে রান্নার নানা অনুষ্ঠান উপস্থাপনা করলেও বিটিভিতে আর উপস্থাপনা করা হয়ে ওঠেনি।’ তিনি আরও বলেন, ‘প্রায় দুই দশক পর বিটিভিতে উপস্থাপনা করছি। অনুষ্ঠানের আইডিয়াটা অসাধারণ। ভিন্ন আইডিয়ার অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়ে আর না করতে পারিনি। আয়োজনে এখানে একজন অতিথি থাকেন। তাঁর সঙ্গে রান্না নিয়ে গল্প আড্ডায় দারুণ সময় কেটে যায়।’ এদিকে ঐন্দ্রিলা তাঁর পিতা অভিনেতা বুলবুল আহমেদকে নিয়ে একটি সিনেমা বানানোর প্রস্তুতি নিয়েছেন।