আদনান বাবুর পরিকল্পনা, নির্দেশনা এবং সংগীত পরিচালনায় বিনোদনমূলক সংগীতানুষ্ঠান ‘গীতি আলাপন’-এ এবার গাইবেন আবিদা সুলতানা, পিয়াল হাসান, পথিক নবী, মিলন মাহমুদ, খেয়া এবং ব্যান্ড দল ‘রেবেল’। অনুষ্ঠানটি বিটিভিতে প্রচার হবে আজ রাত ৯টা ৩০ মিনিটে। এটি উপস্থাপনা করবেন শান্তা জাহান, পরিকল্পনায় শরীফ আদনান, গ্রন্থনায় আফসানা ফেরদৌসী এবং সংগীত পরিচালনায় আদনান বাবু। আদনান বাবু বলেন, দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয়তার সঙ্গে অনুষ্ঠানটি প্রচারিত হয়ে আসছে। বরাবরই দর্শক পছন্দের শিল্পীদের নিয়ে ‘গীতি আলাপন’ সাজাই।