যানজট রাজধানীবাসীর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকা অটোরিকশা আর ব্যাটারিচালিত রিকশার নগরে পরিণত হয়েছে। যানজট নিরসনে সরকারের একের পর এক পদক্ষেপ গ্রহণ সত্ত্বেও রাজধানীতে পাল্লা দিয়ে জনসংখ্যা ও যানবাহন বৃদ্ধি পাওয়ায় তার সুফল অর্জনে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। যানজটের কারণে রাজধানীতে দিনে অন্তত ৫০ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। রাস্তার তুলনায় গাড়ির সংখ্যা দ্বিগুণ হওয়ায় সে বাড়তি চাপ সহ্য করা কঠিন হয়ে পড়ছে। রাজধানীর যানজট নিরসনে একের পর এক উদ্যোগ নেওয়া হলেও ট্রাফিক-ব্যবস্থার বিশৃঙ্খলার কারণে পরিস্থিতির ইতিবাচক উন্নতি ঘটছে না। আমরা এ কলামে বারবার বলেছি যানজটের লাগাম টানতে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় জোর দিতে হবে। যেখানে-সেখানে পার্কিংয়ের যথেচ্ছতা বন্ধে নিতে হবে উদ্যোগ। ফুটপাত ও সড়ক দখল করে দোকানপাট খোলা কিংবা জিনিসপত্র রাখার প্রবণতা রুখতে হবে। যেখানে-সেখানে বাসে লোক উঠানোর বদভ্যাস বন্ধে নিতে হবে কড়া ব্যবস্থা। রাস্তা খোঁড়াখুঁড়ির মহোৎসব বন্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে হবে। প্রতিটি সড়কে অযান্ত্রিক যানবাহন চলাচলে আলাদা লেন চালু এবং যেখানে-সেখানে রাস্তা পারাপার বন্ধেরও উদ্যোগ নেওয়া দরকার। প্রাইভেট কারের চাপ কমাতে রাজধানীতে মানসম্মত বাস চালুরও উদ্যোগ নিতে হবে। যানজটে প্রতিদিন যে বাড়তি জ্বালানি পোড়ে তা জাতীয় অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর যানজট বন্ধ হলে উৎপাদনশীলতায় তা যে অবদান রাখবে তাতে জাতীয় প্রবৃদ্ধি প্রতি বছর ৭ শতাংশের বেশি নিশ্চিত করা সম্ভব হবে। এজন্য মেট্রোরেল-পাতালরেল, এক্সপ্রেসওয়ে এবং ফ্লাইওভার নির্মাণের প্রাসঙ্গিকতা থাকলেও সবচেয়ে জোর দিতে হবে ট্রাফিক শৃঙ্খলাকে। শৃঙ্খলা না এলে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেও কোনো সুফল অর্জিত হবে না। ট্রাফিক-ব্যবস্থার বিশৃঙ্খলার কারণেই যানজট নিরসনে সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপগুলোর সুফল অর্জিত হচ্ছে না। রাজধানীর যানজট অবসানে শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রশ্নে সরকারকে আপসহীন হতে হবে।
শিরোনাম
- ১০ হাজার মানুষের একমাত্র ভরসা কাঠের সেতু এখন অকেজো
- 'অশ্লীল' তকমা দিয়ে নিষিদ্ধ করা হয় মাধুরীর গান
- গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর, বাঁচাতে গিয়ে দগ্ধ স্বামী
- টানা জয়ের বিশ্বরেকর্ড এককভাবে মরক্কোর
- ট্রাকচাপায় জাবি ছাত্রী নিহত
- ৫ দফা দাবিতে গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের মানববন্ধন
- পঞ্চগড়ে ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচিতে মিলছে সাড়া
- ১৬ লাশের মধ্যে সাত লাশ হস্তান্তর হতে পারে
- চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে আটক ৬১ জেলে
- জুলাই-আগস্টের ৭ মামলায় সালমান-আনিসুলসহ ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির
- নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সম্মান বাড়বে: চবি উপাচার্য
- খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে স্থায়ীভাবে অপসারণ
- সূচকের পতনে পুঁজিবাজারে চলছে লেনদেন
- নারায়ণগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
- ডিপ ফ্রিজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেফতার
- মিরপুরের অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন
- ৩৬ বছরের প্রতীক্ষার অবসান, চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
- ঝালকাঠিতে জলাতঙ্কে যুবকের মৃত্যু
- কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি?