জিনিসটা সত্যিই অসাধারণ! পরীক্ষাটি একই সঙ্গে মিতব্যয়ী হওয়া, পুনর্ব্যবহার এবং তোমাদের বিজ্ঞান শেখানোর মজার উপায়। এখানে তোমাদের একটি বড় চকের কাঠি তৈরির নির্দেশাবলি দেওয়া হলো :
যা যা লাগবে :
♦ ১০টি ডিমের খোসা
♦ ২ চা চামচ ময়দা
♦ ৪ চা চামচ গরম জল
♦ খাবারের রং
♦ পেপার টাওয়েল
যা করতে হবে :
১. ডিমের খোসা ভালোভাবে পরিষ্কার করে নাও। ভিতরের পাতলা পর্দাটিও সরিয়ে ফেলো এবং শুকানোর জন্য রেখে দাও।
২. ডিমের খোসা সম্পূর্ণ শুকিয়ে গেলে একটি মর্টার এবং পেস্টলে ডিমের খোসা রাখ (এ অংশের জন্য কংক্রিটের ওপর একটি পাথরও ব্যবহার করতে পার)।
৩. ডিমের খোসা গুঁড়ো করে মিহি পাউডার তৈরি কর। এতে প্রচুর পরিশ্রম করতে হবে। কিছুটা সময় লাগতে পারে!
৪. ডিমের খোসার গুঁড়ো একটি পাত্রে রাখ এবং ২ চা চামচ ময়দা ও পেস্ট তৈরির জন্য পর্যাপ্ত গরম পানি ঢেলে নাও।
৫. ডিমের খোসার পেস্টে সামান্য খাবারের রং (তোমার পছন্দ অনুযায়ী) দিয়ে দাও।
৬. আপনার ডিমের খোসার পেস্ট কিছু মোটা পেপার টাওয়েলের ওপর রাখ।
৭. একটি লম্বা টিউবের আকারে তৈরি করতে পেপার টাওয়েলটি একটি টিউবে রোল করে নাও। সিলিকন আইস কিউব ট্রে ছাঁচ ব্যবহার করেও মজার আকার তৈরি করতে পারবে।
৮. পছন্দসই আকার তৈরি হয়ে গেলে চকটি কয়েক দিনের জন্য শুকাতে দাও।
৯. চকের কাঠিটি শুকিয়ে গেলে তুমি তোমার পছন্দের আর্ট আঁকতে পার!