ছড়া গাছে ফুল ফুটেছে
ফুলের মালি কই?
ফুলের গন্ধে রই আনন্দে
পড়ছি ছড়ার বই।
বইটা নিয়ে পোলাপানের
সে কি টানাটানি!
ও মালি তোর ছড়া গাছে
হয় না দিতে পানি?
পানি-বাতাস ছাড়াই ছড়া
ফুটতে থাকে রোজ
লাগলে ছড়া করতে হবে
খাতার ভিতর খোঁজ।
ছন্দ কৌটা, তালের শিশি,
অন্তমিলের বাটি-
সামনে রেখে, খুঁজতে বিষয়
ঘরে একাই হাঁটি।
হাঁটতে হাঁটতে কলি থেকে
ফুটতে থাকে ফুল
এমনি করেই পাচ্ছে ছড়া
ছড়ার পাঠককুল।