গাইবান্ধার ফুলছড়িতে খোকা মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝানঝাইর ডাকুমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোকা মিয়া ওই গ্রামের রশিদ সরকারের ছেলে।
তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। আটক দুলাল মাঝি (৪৫) একই এলাকার বাসিন্দা।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, ভোরে কয়েকজন দুর্বৃত্ত বাড়ির সামনে এসে খোকা মিয়াকে ডাকাডাকি করেন। ডাক পেয়ে ঘর থেকে বের হয়ে খোকা মিয়ার তাদের সাথে কথা বলেন। ওই সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।
গুলির শব্দে ঘটনাস্থলে আসার আগে পালিয়ে যান দুর্বৃত্তরা। এসময় খোকা মিয়াকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন তারা।
নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে খোকা মিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে।
তবে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গুলি করার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন। তিনি জানান, খোকা মিয়ার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, খোকা মিয়ার মাথায় ধারালো শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। গুলির কোন চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কামাল