ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলসুম বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের কালু মাতুব্বরের স্ত্রী।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামের জামাতা ইউনুস আলীর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, কুলসুম বেগম গত রোববার মেয়ের বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার দুপুরে মেয়েবাড়ির রান্নাঘরে রাখা ঘাসকাটা মেশিনে স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই মেশিন আগেই বিদ্যুতায়িত হয়ে ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘারুয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সাউতিকান্দা গ্রামের বাসিন্দা এস এম শহিদ। তিনি বলেন, কুলসুম বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি