গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ এলাকায় অবস্থিত শহীদ বুদ্ধিজীবীদের বধ্যভূমি সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে ফলক উন্মোচন করে সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসানসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সূত্র জানিয়েছে, জেলা পরিষদের অর্থায়নে ৩৯ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে এ সংস্কার কাজ করা হচ্ছে।