বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক এস মিজানুল ইসলাম ইন্তেকাল করেছেন। সোমবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বরিশাল শেবাচিম হাসপাতেল চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে প্রথম ও বাদ আসর উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের ওলিয়ার বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
জীবদ্দশায় তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করেছেন। কবি, লেখক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম সন্ত্রাস, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লিখতে গিয়ে বহুবার হামলা-মামলার শিকার হয়েছেন।
এদিকে সাংবাদিক এস মিজানুল ইসলামের মৃত্যুতে বিএনপি, জামায়াত ও প্রেসক্লাবসহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল