ভাঙ্গায় চাঞ্চল্যকর দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। শুক্রবার সকাল ১০ টার দিকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামের বটতলা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শত শত মানুষ বাজারের সড়কে দাঁড়িয়ে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। মানববন্ধন শেষে একটি মিছিল থানমাত্তা বাজার থেকে শুরু করে শিমুল বাজার হয়ে থানমাত্তা গ্ৰামে এসে শেষ হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান হাওলাদার, নিহত ইয়াছিন খালাসীর বাবা জাহাঙ্গীর খালাসীসহ নিহতদের স্বজন ও এলাকার কয়েক ব্যক্তি।
উল্লেখ্য গত ১০ই মে শনিবার রাতে ভাঙ্গা আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে এলোপাথাড়ি কুপিয়ে ৩ যুবককে গুরুতর আহত করার ঘটনা ঘটে। ঐ রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ইয়াসিন খালাসী(১৯)। এর তিনদিন পর গত ১৩ ই মে মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রায়হান শেখ (২০)।
এ বিষয় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন জানান, দুইটি হত্যাকাণ্ডের ঘটনায় ভাঙ্গা থানায় ১টি হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/হিমেল