নেত্রকোনার দুর্গাপুরে ধানের ক্ষেতে পড়েছিলো আব্দুল খালেক (৬০) নামের এক কৃষকের মরদেহ। এর আগে সকাল থেকে তিনি ধান কাটছিলেন। বিকালে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। পরে বৃষ্টি থামলে অন্যান্য কৃষকরা জমিতে আব্দুল খালেকের মরদেহ পড়ে থাকতে দেখেন। সোমবার সন্ধ্যায় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত কৃষক একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুল খালেক বাড়ির কিছুটা দূরে জমিতে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়ে এক পর্যায়ে বৃষ্টি থামলে সন্ধ্যায় ধান ক্ষেতে কৃষক আব্দুল খালেকের নিথর দেহ পড়ে থাকতে দেখে অন্যান্য কৃষকক ও স্থানীয়রা। বজ্রপাতে মাথার চুল ও পিঠের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন দেখেন তারা। চন্ডিগড় ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, নিহতের ছেলে-মেয়েরা ঢাকায় থাকে তারা আসার অপেক্ষায় ছিলো সবাই।
এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেদওয়ানুল কবির জানান, স্থানীয় মাধ্যমে জানতে পেরেছি বজ্রপাতে কৃষকের মুত্যুর খবরটি। তিনি বলেন, ইউনিয়ন থেকে একটি প্রত্যায়ন পেলে জেলায় পাঠাবো সেখান থেকে কিছু অনুদান দিবে।
বিডি প্রতিদিন/এএম