পটুয়াখালীর কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত পরিচয়ের অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পৌর শহরের রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জীন খালের মধ্যে জমে থাকা ময়লার স্তুপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই নারীর শরীরে লাল এবং খয়রী রংয়ের মেক্সি পরিহিত ছিলো। তার মুখ মন্ডল এবং শরীরের বিভিন্ন স্থান পচণ ধরে পোকায় খেয়ে ফেলায় পরিচয় শনাক্ত করতে পারেনি কেউ। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি তদন্ত ইলিয়াস তালুকদার বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম