ফেনীতে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক হয়। গতকাল রাতে জেলা গোয়েন্দা পুলিশ একটি টিম পাঁছগাছিয়া ইউনিয়নের তেমুহনী এলাকা থেকে তাদের আটক করে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী থেকে নোয়াখালীমুখী একটি সিএনজি করে মাদক কারবারিরা মাদক পাচার করেছে এমন গোপন তথ্যের ভিত্তিতে জেলা ডিবির একটি টিম ফেনী নোয়াখালী সড়কের তেমুহনী কাজী বাড়ীর উত্তর পাশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে।
এসময় সিএনজি চালক ছনুয়া ইউনিয়নের দমদমা গ্রামের রুহুল আমিনের ছেলে মো: সাইফুল ইসলাম (৩৬) গাড়ীতে থাকা ভোলা জেলার চরফ্যাশান উপজেলার ইসলাম বারীর ছেলে আবু ছায়েদ (৩০), লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মো: সেলিমের ছেলে মো: আকবর প্রকাশ হৃয়কে আটক করে।
তাদের সাথে থাকা ৩টি পৃথক ব্যাগ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মাদক বহনে ব্যাহত সিএনজি জব্দ করে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, আটককৃতরা ছাগলনাইয়া থেকে গাঁজা গুলো নোয়াখালীর উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিলো তারা দীর্ঘ দিন মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করে।
বিডি প্রতিদিন/এএ