কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত তিনজন হলেন চরটেকী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে ফারিয়া জান্নাত ইরিনা (১৫), একই গ্রামের বাদল মিয়ার মেয়ে আদ্রিতা ইসলাম প্রিয়া (১৫) ও বোরহান উদ্দিনের মেয়ে হিমা আক্তার বর্ষা (১৫)। তিনজনই চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারের সদস্যদেরকে আর্থিক সহায়তা করা হবে বলেও জানান তিনি।
চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আমিনুল হক জানান, মঙ্গলবার দুপুর ১ টায় শ্রেণি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় তারা। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে ফারিয়া জান্নাত ও আদ্রিতা ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত বর্ষা আক্তারকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কিশোরগঞ্জে রেফার্ড করেন। কিশোরগঞ্জে নেওয়ার পথে সেও মারা যায়।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরে আলম খান জানান, বজ্রপাতে আক্রান্ত ফারিয়া জান্নাত ও আদ্রিতা ইসলাম ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে হিমা আক্তার বর্ষাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জে রেফার্ড করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল