বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসান বলেছেন, আগামী নির্বাচনে আনসার সদস্যদের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল আনসার সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে হবিগঞ্জ আসনার ও ভিডিপি কার্যালয়ে ২৮ দিন মেয়াদি ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জিয়াউল হাসান বলেন, তোমাদের শুধু ২৮ দিনের প্রশিক্ষণ নিলেই হবে না, আগামীতে আরও যত প্রশিক্ষণ আসবে, সবগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করবে। তোমাদের চাকরির পেছনে না ছুটে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি আনসার ও ভিডিপি ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণগ্রহণের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্ট গঠনের পরামর্শও দেন তিনি।
এর আগে, অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ড হোসনে আরা হাসি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমেদ, সার্কেল অ্যাডজুট্যান্ট শুভাশীষ চক্রবর্তী প্রমুখ।
এবারের প্রশিক্ষণে হবিগঞ্জ জেলা থেকে মোট ৭২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে তাদের সার্টিফিকেট প্রদান করা হয়। এ ছাড়াও প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে সার্বিক বিষয়ে পারদর্শিতার জন্য একজনকে, ড্রিলে পারদর্শিতার জন্য একজনকে, লিখিত পরীক্ষায় পারদর্শিতার জন্য একজনকে, সর্বোচ্চ শৃঙ্খলা পালনকারী একজনকে এবং ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হওয়া একটি দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন জিয়াউল হাসান।
বিডি প্রতিদিন/এমআই