লালমনিরহাট সদর উপজেলার নিজপাড়া এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে মারুফ হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আব্দুর রহিম (৩০) নামের অপর শ্রমিক আহত হয়েছে।
আজ শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মহেন্দ্রনগর এলাকার নিজপাড়ার বাসিন্দা জহুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মারুফ একই উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া ৬ নং ওয়ার্ডের আদুল খালেকের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানায়, লালমনিরহাট সদর উপজেলার নিজপাড়ার জহুরুলের বাড়িতে সকাল ১০ টার পরপর সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ করতে শুরু করে শ্রমিক মারুফ ও আব্দুর রহিম। প্রথমে ট্যাংকে নেমে পড়ে মারুফ। সেখানে অতিরিক্ত গ্যাসে প্রথমে অসুস্থ হয়ে ঢলে পড়েন। পরে অপর শ্রমিক ট্যাংকে নামে। এ সময় গ্যাসের কারণে সেও অসুস্থতা বোধ করলে দ্রুত উপরে উঠে রহিম কিন্তু শ্রমিক মারুফ উঠতে পারেনি এবং সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত শ্রমিক মারুফের মরদেহ উদ্ধার করে।
সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃতুর বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী।
বিডি প্রতিদিন/জামশেদ