বরিশাল নগরীতে ছিড়ে যাওয়া ক্যাবলে বিদ্যুতায়িত হওয়া গেট স্পর্শ করে হোটেল কর্মচারী (বয়) কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে নগরীর প্যারারা রোডে এ ঘটনা।
নিহত কিশোর সুজন (১৬) পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া গ্রামের বাসিন্দা ইসমাইল মৃধার ছেলে ও বরিশাল নগরীর প্যারারা রোডের মোমিন খাবার ঘরে বয় হিসেবে চাকুরি করতো।
প্রত্যক্ষদর্শী আলামিন জানান, মমিন দোকান ঘরের পাশে ভাড়া বাসা থেকে বের হচ্ছিলো সুজন। বিদ্যুতের ক্যাবল পড়ে বিদ্যুতায়িত লোহার গেট খুলতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয় সুজন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মমিন খাবার ঘরের মালিক নুর আলম বলেন, মাসিক ৯ হাজার টাকা বেতনে সুজন তার হোটেলে বয় হিসেবে চাকুরি করতো। তার মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়েছে। তারা এসে লাশ নিয়ে যাবেন। বর্তমানে সুজনের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসির দায়িত্বে থাকা এসআই পার্থ বলেন, বিষয়টি কেউ তাদের জানায়নি। খোঁজ নিয়ে দেখছেন।
বিডি প্রতিদিন/জামশেদ