ঝালকাঠিতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান (৪৩) নিহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির ঢাপড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রকৌশলী সাইদুর রহমান বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের আ. রশিদ হাওলাদারের ছেলে। তিনি দুই সন্তানের বাবা ছিলেন। তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকৌশলী সাইদ অফিসিয়াল কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বরিশালে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই নিহত হন।
নলছিটি থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. সালাম জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান নিহত হয়েছেন। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নলছিটি থানার ডিউটি অফিসার এএসআই সুমন বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
বিডি প্রতিদিন/নাজিম