চাঁদপুর মতলব উত্তর উপজেলায় ঝোপঝাড় থেকে ম্যাগাজিনসহ ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মতলব উত্তর থানার ওসি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার গভীর রাতে মতলব উত্তর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা টহল দিচ্ছিলেন। এসময় থানার এসআই জাফর আহমেদ ও এএসআই মো. রবিউল হোসেন ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সাদুল্ল্যাপুর ইউনিয়নের নয়াকান্দি বেড়িবাঁধ সংলগ্ন ব্রিজের গোড়ায় ঝোপঝাড়ের ভেতরে বাজারের প্লাস্টিকের ব্যাগে বিশেষভাবে রক্ষিত ম্যাগাজিনসহ একটি সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, উদ্ধার পিস্তলটি ভারতের তৈরি। যার গায়ে ইংরেজিতে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই