ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি পদে মো. ফরিদ উদ্দিন ও সেক্রেটারি পদে আব্দুস সাত্তার মোহাম্মদ মামুন পুনরায় নির্বাচিত হয়েছেন।
শনিবার দুপুরে শহরের মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা উপদেষ্টা তোফায়েল আহমদ খান, সিলেট অঞ্চলের সেক্রেটারি ড. নূরুল ইসলাম বাবুল, জেলা উপদেষ্টা এডভোকেট রেজাউল করিম তালুকদার, সিলেট মহানগর সভাপতি আলিমুল এহসান চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ