মাদারীপুরের ডাসারে কাঠালতলা বাজারে সরকারি খাল দখল করে ভবন নির্মাণাধীন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ডাসার এলাকাবাসীর আয়োজনে ডাসার কাঠালতলা বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।
মানববন্ধনে কৃষক ও স্থানীয়রা জানান, ডাসার উপজেলার ৩৩নং ধামূসা মৌজার ১ খতিয়ানে বিআরএস ৭২১নং দাগে খাল সরকারি খাস খতিয়ানভুক্ত রয়েছে। এই খালের প্রবাহিত পানি দিয়েই কয়েক শত একর জমিতে ফসল ফলাতো কৃষকেরা। পর্যায়ক্রমে সেই সরকারি খালের জায়গাটি ভরাট করে দখল করেন স্থানীয় প্রভাবশালী সৈয়দ শাহ-আলম ও ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেন। সরকারি খালের কিছু অংশ দখল করে অবৈধভাবে পাকা ভবন ও কাঁচা দোকানঘর নির্মাণ করা হয়েছে। আমাদের এলাকাবাসীর দাবি সরকার এই অবৈধ দখলদারদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে এবং দ্রুত এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য জোর দাবি জানান।
এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল- আরেফীন বলেন, আপনারা জানেন যে মাদারীপুর জেলা প্রশাসনের নির্দেশে আমরা ডাসার উপজেলায় যে সব অবৈধ দখলদার আছেন বিশেষ করে খাল যারা দখল করেছেন তাদের বিরুদ্ধে আমরা অলরেডি অ্যাকশন নিয়েছি। আমরা ইতিমধ্যে শতাধিক দোকান এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি এই ধারাবাহিকতায় ডাসার বাজারে যে অবৈধ স্থাপনা আছে যেটা নিয়ে আজকে মানববন্ধন হয়েছে আমরা সেগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করবো।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় শফিজউদ্দিন ঘরামী, ফারুক মাতুব্বর, মিঠু ঘরামী, রুবেল মাতুব্বর, অশ্রু তালুকদার, শহিদুল শেখ, রাব্বি তালুকদার, সোহেল মাতুব্বর, রেদোয়ান রুবেল, ওহিদুজ্জামান, মান্নান মাতুব্বর, রব মাতুব্বরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বিডি প্রতিদিন/আরাফাত