গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে শুরু হওয়া এই অবরোধ আড়াই ঘণ্টা পর প্রত্যাহার করা হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, সকাল ৯টা ৩০ মিনিটের দিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় অবস্থিত এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড -এর শতাধিক শ্রমিক সড়কে নেমে আসেন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। তাদের অভিযোগ, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। এছাড়াও ঈদ বোনাস ও উৎসব ভাতা সময়মতো না দেওয়ার অভিযোগও রয়েছে কর্তৃপক্ষের বিরুদ্ধে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, র্যাব, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ। পরে সেনাবাহিনীর একটি টহল দল এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে। তাদের আশ্বাসে শ্রমিকরা বেলা ১২টার দিকে মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, 'ঘটনার পরই আমরা শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছি। তারা দাবি পূরণের আশ্বাস পেয়ে সড়ক থেকে সরে যান। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।'
শ্রমিকরা জানিয়েছেন, বারবার জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ বকেয়া বেতন ও অন্যান্য প্রাপ্য নিয়ে কোনো উদ্যোগ নেয়নি। দাবি আদায়ে তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন বলে জানান।
বিডি প্রতিদিন/মুসা