সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সুফল ভোগী ৭৩ জনের মাঝে বিনামূল্যে গো-খাদ্য, ঔষধ ও উপকরণ বিতরণ করা হয়েছে। এর আওতায় প্রতিজনকে বিনামূল্যে ১০০ কেজি করে গো-খাদ্য, গরুর ঔষধ ও উপকরণ প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর কার্যালয়ে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফল ভোগীদের মাঝে এসব বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যদের উন্নয়নের মূল স্রোতধারায় আনতে হবে। পিছিয়ে পড়া অনগ্রসর বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই তাদের স্বনির্ভর ও অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি করতে সরকার এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. শাহীনা বেগমের সভাপতিত্বে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার। এ সময় প্রকল্প ফ্যাসিলেটর জোস্না হাঁসদা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ