ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সরদার মো. খোরশেদ ওরফে বোমা খোরশেদ (৫৩) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার মোছা.শামিমা পারভীন খোরশেদেরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার দিবাগত সন্ধ্যেয় রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকার আশুলিয়া থানার ইসলাম নগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে খোরশেদকে গ্রেফতার করা হয়। সে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধরা গ্রামের আব্দুর মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর থেকে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজবাড়ীতে ৪টি ডাকাতির ঘটনা ঘটে। তথ্য প্রযুক্তির ব্যবহার ও ইতপূর্বে গ্রেফতারকৃত ২ জন ডাকাত ১৬৪ ধারার জবানবন্দীতে ডাকাতির ঘটনার খোরদেশের নাম উল্লেখ করেন। এরপর থেকে পুলিশের একাধিক দল তাকে গ্রেফতারের চেষ্টা করেন। শনিবার সন্ধ্যেয় তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ হাজার টাকা ও কিছু স্বর্ণালাঙ্কার উদ্ধার করেন।
গ্রেফতারকৃত খোরশেদের নামে ডাকাতির ঘটনায় ৮টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, খোরশেদকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম