রাজবাড়ীল কালুখালীতে প্রাইভেট কারের ধাক্কায় সুজন শেখ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুজন গঙ্গানন্দপুর গ্রামের লিয়াকত শেখের ছেলে। সে রাজমিস্ত্রির সহযোগী হিসাবে কাজ করতেন।
স্থানীয় রতনদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. লফিত মোল্লা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সুজন রতনদিয়া বাজার থেকে হিরু মোল্লার ঘাটের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। সে গঙ্গানন্দপুর মোল্লাপাড়া ঈদগাহ মাঠে পৌছানে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে । এসে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। কালুখালী থেকে কিছুদূর যাওয়ার পর সে মারা যায়।
কালুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, গঙ্গানন্দপুর গ্রামে মোটরসাইকেলে দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সুজন। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলামান।
বিডি প্রতিদিন/এএম