সমাজসেবক ডা. এস এম আব্দুল মমিন রতনের নিজস্ব তহবিল থেকে বগুড়ায় গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকালে শহরের কলোনী টোনা পাড়া এলাকার প্রায় ৪ শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক ডা. এস এম আব্দুল মমিন রতন, মা মর্জিনা বেগম, ডা. মলি সরকার, এস এম রাহুল, সাংবাদিক রনজু ইসলাম, সাজু মিয়া, হাসান আলী, আব্দুস সালাম, ইদুল, রাসেল, পিয়াস, কাজী ফরিদুল ইসলাম পাঞ্জাব প্রমুখ।
উল্লেখ্য, ডা. আব্দুল মমিন রতন সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নতকরণ ও সমাজের ইতিবাচক পরিবর্তন আনয়নে কাজ করে যাচ্ছেন। তিনি এলাকার অসহায় মানুষের প্রতি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/আরাফাত