বরিশাল নগরীতে থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল। মঙ্গলবার রাতে তাদের নগরী থেকে আটক করা হয় বলে মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক মো. হুমায়ুন কবির জানিয়েছেন।
আটককৃতরা হলো-নগরীর ২০ নম্বর ওয়ার্ড বৈদ্যপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে সিরাজুল ইসলাম রাকিব (২৬) ও একই ওয়ার্ডের কলেজ এভিনিউ রোডের সেলিম হাওলাদারের ছেলে এনায়েত হোসেন হাওলাদার (২৬)। তার বরিশাল মহানগর ছাত্রলীগের সক্রিয় কর্মী।
ছাত্রদল নেতা হুমায়ুন কবির জানান, রাত দেড়টার দিকে নগরীর সিএন্ডবি রোডে মিছিল করার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার এসআই পার্থ সারথি বলেন, চারটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম