বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। বিভাজনের কারণে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে। তাই দেশে শান্তি শৃংখলা বজায় রাখতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, শেখ হাসিনা দেশের সব সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। প্রশাসন, জুডিশিয়াল, শিক্ষা ও স্বাস্থ্যখাত সবচেয়ে বেশি লুটপাট ও ধ্বংস করেছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার পেত্মাতারা রয়েছে। তারা লুটের টাকা দিয়ে দেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। দেশে বিশৃংখলা সৃষ্টি করতে চাচ্ছে। দেশকে গৃহ যুদ্ধের দিকে ঠেলে দিতে চাচ্ছে। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। এতে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। মানুষ স্বস্তি পাবে।
দোয়া মাহফিলে ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শাহ মো শাহজাহান আলী ও দফতর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল প্রমুখ বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/নাজিম